Mentor Dr. Swarna

আমাদের রিফান্ড পলিসি

আসসালামু আলাইকুম,

🏞চিত্তভূমি ( Stress management)
🛡ফাইট ক্লাব ( Weight management)

💸পেইড সেশন হওয়ার অনেকে এডমিশনের বিষয়ে একটু দ্বিধায় থাকেন।

👉এতগুলো টাকা দিয়ে যদি ভালো না লাগে
👉যদি সবগুলো ক্লাস করার সুযোগ না হয়।

এ কারণেই আমাদের ‘ রিফান্ড পলিসি’ নিয়ে আপনাদের একটু জানাতে চাই।

📌সবগুলো ক্লাস করার পর যদি কারো মনে হয় তার এতোটুকু ভালো লাগে নি তাহলে ৫০% টাকা ফেরত পাবেন

📌যদি কোন কারণে একটা ক্লাসও করতে না পারেন সেক্ষেত্রে পরের ব্যাচের সাথে ক্লাস শুরু করবেন নতুন করে টাকা দিতে হবে না।

📌যদি কয়েকটা ক্লাস মিস হয় সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমান টাকা দিয়ে পরের ব্যাচের সাথে ক্লাস চালিয়ে নিতো পারবেন।

📌এডমিশন নেওয়ার সময় প্রয়োজনে দুই ভাগে ( installment) এ টাকা দিতে পারবেন।

💝যেহেতু আমার সেশনগুলো সুস্থতা অর্জনের জন্য এবং stress management এর সেশনে পার্টিসিপ্যান্টদের সাথে আমার সম্পর্ক সহযাত্রীর মতো সেকারণে এ বিষয়গুলো আমি মেনে চলি।

🫰সুস্থতা আপনার মৌলিক অধিকার- টাকা যেনো কখনো বাঁধা না হয়।

যারা next session এ এডমিশন নিবেন তারা ইনবক্সে জানান।